অবিলম্বে স্কুল খুলে পঠনপাঠন শুরু করার দাবীতে অবস্থান বিক্ষোভ এআইডিএস’র

বিকাশ সরকার, হলদিবাড়ি : অবিলম্বে স্কুল খুলে পঠনপাঠন শুরু করা ও জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে সারা রাজ্য জুড়ে অল ইন্ডিয়া ডিএসও’র স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে যে অবস্থান কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে হলদিবাড়ি এআইডিএস ব্লক কমিটির উদ্যোগে হলদিবাড়ি বাস স্ট্যান্ডে হলদিবাড়ি এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে অবস্থান বিক্ষোভ হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক সহ জেলা কমিটির সদস্য কপিল বর্মন এবং হলদিবাড়ি ব্লক কমিটির সদস্যরা। জেলা কমিটির সম্পাদক জহিদুল হক বলেন, “সব কিছু খোলা রেখেই অযৌক্তিকভাবে স্কুলগুলোকে বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের যে ক্ষতিটা করছে সরকার তা মেনে নেওয়ার মতো নয়। তাই আমাদের ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। তাই তারই অঙ্গ হিসেবে আজকে হলদিবাড়িতে এই অবস্থান বিক্ষোভ।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *