
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : দুর্ঘটনাগ্রস্ত বিকানীর গৌহাটি এক্সপ্রেসের আহত যাত্রীদের দেখতে জলপাইগুড়ি পৌঁছলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। শুক্রবার সকালে জলপাইগুড়ি এসেছে দেবাংশু বাবু। প্রথমেই সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রেল দুর্ঘটনায় আহদের দেখতে যান তিনি। এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, প্রথমেই দুর্ঘটনায় আহত সবার দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি কেন্দ্রীয় রেল মন্ত্রকের ওপর ক্ষোভ উগরে দিয়ে দেবাংশু বাবু বলেন, ভাড়া বৃদ্ধি করছেন করুন, কিন্তু যাত্রীদের যাতে গ্যাস কাটার দিয়ে কেটে যাত্রার মাঝপথে বার না করে আনতে হয় সেই বিষয়টিও দয়া করে দেখুন রেল মন্ত্রী।
