নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : এক ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ির গীতশ্রী সোশ্যাল ওয়েলফেয়ার। খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত জলপাইগুড়ির রবীন কুমার ঘোষ একটি বেসরকারি কোম্পানির কর্মী, বর্তমানে অবশ্য তিনি কর্মহীন অবস্থায় রয়েছেন।

এই সংবাদ শুনে সমাজপাড়া গীতশ্রী সোশ্যাল ওয়েলফেয়ার সমিতির সভাপতি চিরঞ্জীব মন্ডল রবীন বাবুকে কিছু আর্থিক সাহায্য করেন।আগামীতেও এই ধরনের সাহায্য করবেন বলে চিরঞ্জীব বাবু জানিয়েছেন। অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত রবীন বাবুও নিজের সুস্থতার জন্য সকলের কাছে কিছু সাহায্য প্রার্থনা করেছেন। বিশেষ করে নিজের পুরোনো স্কুল ও কলেজ ফনীন্দ্র দেব বিদ্যালয় এবং এসি কলেজ অফ কমার্সের তার সহপাঠীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।