নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি গোশালা মোড় থেকে শান্তি পাড়া যেতে রাস্তায় মাঝে মাঝেই যানজট সৃষ্টি হচ্ছে এবং এর পাশাপাশি ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। তাই শুক্রবার দিন এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এই রাস্তা তেমন চওড়া নয়, তাই এই রাস্তা দিয়ে দুটো গাড়ি যেতে পারে না, এরফলে এই রাস্তায় যখন তখন ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। সেই কারণে তারা আজ অবরোধ করে বিক্ষোভ করেন। এদিন জলপাইগুড়ি শান্তি পাড়া এলাকায় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে উপস্থিত হয় এবং কোতোয়ালি থানা পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। এ বিষয়ে এলাকাবাসীরা জানায়, ” এ রাস্তাটি উপর দিয়ে গাড়ি খুব গতিবেগে যাতায়াত করে ।এতে খুব অসুবিধা হয় । পুলিশের কাছে তাঁদের দাবি অবিলম্বে এই রাস্তাটিকে একমুখী করতে হবে।