নতুন ছবির মুক্তির আগেই দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেত্রী কাজল; উপচে পড়া অনুরাগীদের ভিড় (ভিডিও সহ)

কলকাতা, ২২ মে: পরিচালক বিশাল পুরিয়ার নতুন ছবি ‘মা’ আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে। তবে ছবি মুক্তির আগেই এক অন্যরকম আবেগ নিয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর শরণ নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। বৃহস্পতিবার সকালে মন্দিরে পৌঁছে পুজো দিলেন তিনি।

কাজলকে দেখতে এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে উপচে পড়ে অনুরাগীদের ঢল। বহু মানুষ তাঁর একঝলক দেখার জন্য ভিড় জমান মন্দির চত্বরে।

পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে কাজল বলেন, “কলকাতায় এলেই একটা আলাদা শান্তি পাই। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে এসে মনে হচ্ছে যেন নিজের মায়ের কাছে ফিরে এসেছি। মা যেন আশীর্বাদ দিয়েছেন আমার নতুন ছবির জন্য। এই অনুভূতি বলে বোঝানো যায় না।”

Actress Kajol offers puja at Dakshineswar ahead of new film release; huge crowd of fans

উল্লেখ্য, ‘মা’ ছবিটি মা-ছেলের সম্পর্কের এক সংবেদনশীল কাহিনি নিয়ে তৈরি, যা ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। ছবির প্রিমিয়ারের আগে কাজলের এই পুজো, সিনেমার প্রচারে নিঃসন্দেহে এক অনন্য মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *