নিজস্ব সংবাদদাতা, ১ জানুয়ারি, জলপাইগুড়ি : নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির ২৭ তম বার্ষিক প্রকৃতি পাঠ এবং রক ক্লাইম্বিং ক্যাম্প শেষ হলো জলপাইগুড়ি জেলার পাথরঝোড়ার লেতি খোলাতে।
বন বিভাগ ও পাথরঝোড়া টি এস্টেট এর সহযোগিতায় গত ২৬ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত লেতি খোলার মনোরম পরিবেশে বসেছিল এই ক্যাম্প।

ছয় দিনের এই ক্যাম্পে ট্রেকিং, রক ক্লাইম্বিং, রেপেলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার এন্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট এবং প্রকৃতি সংরক্ষন বিষয়ক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অভিজ্ঞ পর্বতারোহী ও পরিবেশবিদরা এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষন দেন।
জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ জন শিক্ষার্থী (যার মধ্যে ৩০ জন মহিলা) এবং সংস্থার ২৫ জন প্রশিক্ষক এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক এবং বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস।

গত ২৬শে ডিসেম্বর এই ক্যাম্পের উদ্বোধন করেন – জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও মাল মহকুমা শাসক পীযূষ সালুংকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদোষ কুসুম দাস, সম্পাদক দীপঙ্কর পুরোকায়স্ত, বরিষ্ট সদস্য দেবাশীষ লালা, তপন ঘোষ প্রমুখ।

ক্যাম্পের শেষ রাত্রি অর্থাৎ ৩০শে ডিসেম্বর ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল আর্মড পুলিশের আইজি জয়ন্ত কুমার পাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ক্লাব স্বপন কুমার ব্যানার্জী, ম্যানেজার, পাথরঝোড়া টি এস্টেট।
ক্যাম্পে বেস্ট ক্যাম্পার নির্বাচিত হন ঐশীকি সরকার (নেচার স্টাডি গ্রুপ) ও হিল্লোল রায় (রক ক্লাইম্বিং গ্রুপ)। ক্যাম্প শেষে সফল শিক্ষার্থীদের কোর্স সার্টিফিকেট ও ব্যাজ প্রদান করা হয়। ৩১ তারিখ ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের বরিষ্ট সদস্য সুদর্শন রায়।