পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্পের উদ্ধোধন হল

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার সংযুক্ত এলাকা ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্পের উদ্ধোধন হল বুধবার শহরের পান্ডাপাড়া দেশবন্ধু নগর স্কুলের পাশে। বিগত ১৯৯৫ সালে এই দুটি এলাকা পঞ্চায়েত থেকে পুর এলাকায় সংযুক্ত হয়। এতদিন এই এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের সুবিধা ছিল না। এলাকাবাসীর দাবি মেনে ৬০ লক্ষ টাকা ব্যয়ে রিজার্ভার তৈরি করেছে পুরসভা। এই জল সরবরাহ প্রকল্পের উদ্ধোধন করলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু।


অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ডিআইজি আন্নাপ্পা ই, পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ অন্যান্যরা। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে দাবি পুর কতৃপক্ষের।

উদ্বোধনী বক্তব্যে জেলা শাসক বলেন, আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই এলাকার মানুষের কাছে। কারন এতদিন পর এবার তারা বাড়িতে পানীয় জলের সুবিধা পাবেন।

পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী এদিন বলেন, এই প্রকল্পের উদ্বোধনের ফলে ১৩ ও ১৪ নং ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন।

আগামীকাল থেকে এখানকার মানুষের আবেদন পত্র গ্রহণ করা হবে এবং হাউস কানেকশনের জন্য সাড়ে সাত হাজার টাকা ফী লাগলেও এই দুই ওয়ার্ডের মানুষের জন্য এই টাকার অঙ্ক করা হয়েছে পাঁচ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *