নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে মাস্কবিহীনদের বিরুদ্ধে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে মহকুমা শাসক মাস্কবিহীনদের বিরুদ্ধে অভিযানে নামেন এবং যারা মাস্ক না পড়ে চলাচল করছিলেন তাদের সকলকে ধরে ধরে করোনা টেস্ট করানো হয়।

পাশাপাশি এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে অবৈধভাবে থাকা দোকানপাটগুলো সরিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলাশাসকের দপ্তরের সামনে কোন রকম অবৈধ জমায়েত এই করোনাকালে যাতে না হয়, তার জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক সুদীপ পাল। তিনি আরও বলেন, এই অবৈধভাবে দোকানগুলোতে প্রচুর ভিড় হচ্ছিল। সেই কারণেই অবৈধ দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে ।