নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে এলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। শুক্রবার সকালে তিনি হাসপাতালে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন রেলের উচ্চ পদস্থ অফিসাররা।

এদিন সকালেই রেলমন্ত্রী দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে দুর্ঘটনায় আহতদের সাথে কথাও বলেন রেলমন্ত্রী। বিভিন্ন বেড়ে গিয়ে কথা বলেন তিনি। আহতদের দেখার পর রেল মন্ত্রী জানান, যথেষ্ট ভালো চিকিৎসা করছেন এখানকার নার্স ও চিকিৎসকরা। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। কি কারণে রেল দুর্ঘটনা ঘটলো তা খুব দ্রুতই সামনে আসবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তাঁর কথা হয়েছে বলে জানান রেল মন্ত্রী।