সীমান্তবর্তী এলাকার দুঃস্থ মানুষদের জন্য বিএসএফের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিকাশ সরকার, হলদিবাড়ি : বিএসএফের 15 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গর্তেশ্বরী জুনিয়ার গার্লস হাইস্কুলে। বুধবার সীমান্তবর্তী এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে স্বাস্থ্যপরিসেবা সহ বিভিন্ন রকম ওষুধপত্র বিতরণ করা হয় পাঠানপাড়া বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে।

এছাড়াও আগামী দিনে সীমান্তবর্তী এলাকার দুঃস্থ যুব সম্প্রদায়কে বিএসএফের 15 নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বিনামূল্যে ড্রাইভিং শেখানোর পাশাপাশি তাদের বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে খবর। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধপত্র পেয়ে ভীষণ খুশি পাঠানপাড়া এলাকার সাধারণ মানুষরা। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অরুণ কুমার সিং, অনুশ্রী কুমার, সমীর কুমার আনন্থ, মোঃ আগাজ, চঞ্চল কুমার রায়; এছাড়াও 15 জন মেডিকেল স্টাফদের উপস্থিতিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড বি কে মন্ডল, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডার ঋতেশ কুমার, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডার পিকে শুক্লা, এসকে নায়েক, সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, বিমল কুমার দাস, সুকু মার্ডি , হরিশ চন্দ্র রায়, যুগলকিশোর আগরওয়াল, মলিন সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *