নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়িতে আজ বৃহস্পতিবার থেকে স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের ভ্যাকসিনেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এদিন শহরের রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং কদমতলা বালিকা বিদ্যালয়ে ক্যাম্প শুরু হয়। জলপাইগুড়ির জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর ও পুরসভার উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পরে বিদ্যালয়ে করোনার টিকা পেয়ে খুশি ছাত্রীরা ও তাদের অভিভাবকরাও।

জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অদিতি ঠাকুর বলেন, প্রথম ডোজ পেয়ে খুব ভাল লাগছে। টিকা না পেয়ে বিদ্যালয়ে আসা নিয়ে অরাজকতা তৈরী হয়েছিল। এখন টিকা পাওয়ার পর অনেকটা চিন্তা দুর হল।
জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী রশিদা পারভীন বলেন, প্রথমে একটু দ্বিধায় ছিলাম। তবে টিকা দেওয়ার পর ভালো লাগছে। ভাবিনি এত তাড়াতাড়ি টিকা পেয়ে যাব।

জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিবেদিতা সাহা বলেন, আজকে ১৫ থেকে ১৮ বছর মেয়েদের জন্য প্রথম ক্যাম্প শুরু হল। সরকারি সমস্ত স্বাস্থ্য বিধি মেনে ভ্যাকসিনেশন হচ্ছে।
জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ের জনৈকা শিক্ষিকা জানান, আজ বিদ্যালয়ের প্রায় ৩০০জন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন পেয়ে আনন্দিত ছাত্রীরা।
এরপরে জলপাইগুড়ির অন্যান্য স্কুলে ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হবে বলে পুরসভা সূত্রে খবর।