ডিজিটাল ডেস্ক : ৫০ শতাংশ আসন খালি রেখে রাজ্যের সেলুন ও বিউটি পার্লারগুলি খোলা রাখার নির্দেশ রাজ্য সরকারের। শনিবার কোভিডবিধি নিষেধে এই ছাড়ের কথা ঘোষণা নবান্নের। এই নির্দেশিকার ফলে রাত ১০টা পর্যন্ত বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।
কিন্তু, এরজন্য মেনে চলতে হবে কিছু শর্ত। যেমন, ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে সেলুন, পার্লারে। সেলুন বা বিউটি পার্লারের কর্মীদের সকলের টিকার দুটি ডোজ থাকতে হবে। এছাড়াও রাজ্যজুড়ে বহাল থাকা কোভিড প্রোটোকল সম্পূর্ণভাবে মানতে হবে। নিয়মিত সময়ের ব্যবধানে সেলুন বা বিউটি পার্লার স্যানিটাইজ করতে হবে। এই সমস্ত বিষয় মেনেই রাজ্যে বিউটি পার্লার, সেলুন খোলার অনুমতি দিয়েছে সরকার।
