ডিজিটাল ডেস্ক : আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গে।15 তারিখে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপর থেকে আবহাওয়া শুষ্ক হবে। আগামী দুদিন পর থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। 16 তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 16 তারিখের পর থেকে কলকাতার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো জানিয়েছেন, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টি, কোন কোন জায়গায় শিলা বৃষ্টি হতে পারে। তারপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সাতদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে।