জলপাইগুড়িতে ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল সমর্থিত চিকিৎসকদের সরব প্রতিবাদ!

জলপাইগুড়ি: নিত্যপ্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে নামল চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA)। শুক্রবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাঙ্গণে হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের চিকিৎসক সদস্যরা।

চিকিৎসক ডঃ রাহুল ভৌমিক (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পিএইচএ রাজ্য কমিটি) জানান,
“১ এপ্রিল থেকে বহু গুরুত্বপূর্ণ ও জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে। এমনিতেই যেখানে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা, সেখানে ওষুধের দাম বাড়িয়ে কেন্দ্র একেবারে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।”

Trinamool-backed doctors protest loudly against the increase in medicine prices in Jalpaiguri!

তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। অনেকেই এই ফ্রি পরিষেবার আওতায় সুফল পাচ্ছেন। অথচ কেন্দ্রীয় সরকারের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তা ভীষণভাবে বাধা পাবে।

এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়ে, PHA জানিয়েছে, তাদের এই আন্দোলন দুদিন ধরে চলবে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *