নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জলপাইগুড়ি বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন। সুপার স্পেশালিটি হাসপাতালের প্রত্যেক বিভাগ ঘুরে চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বললেন এবং রোগীদের সুবিধে অসুবিধার কথা শুনলেন। পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন কিনা তাঁর খোঁজ নিলেন।

নতুন এই পদ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর প্রদীপকুমার বর্মা। তিনি জানান, কলকাতা স্বাস্থ্য ভবন থেকে বিষয়টি জানানো হয়েছিল তাঁকে। এদিনই প্রথম নিজের দায়িত্ব বুঝে নিয়ে মানুষের সেবায় স্বাস্থ্য পরিসেবার কাজে নামেন তিনি। হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করে তিনি বলেন, হাসপাতালের পরিকাঠামো ঠিকই রয়েছে। তবে চিকিৎসকের ঘাটতি কিভাবে মেটানো যায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার গয়ারাম নষ্কর, স্বাস্থ কর্মী ও নার্সিংস্টাফরা। উল্লেখ্য, এর আগে জলপাইগুড়ির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন। বেশ কয়েক বছর এই দায়িত্ব পালন করেছেন তিনি।