সংবাদদাতা, জলপাইগুড়ি : ছিঁচকে চোর সন্দেহে ১ যুবককে পাকড়াও করল স্থানীয়রা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি যাচ্ছিল। আর এই ছিঁচকে চোরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। এমনকি, বাড়ির বাইরে সামগ্রী রাখা বন্ধ করে দেয় এলাকাবাসী। অবশেষে এদিন একটি দোকান থেকে বিস্কুট এবং অন্যান্য সামগ্রী ভর্তি একটি কার্টন চুরি করার সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে এক যুবককে। এলাকাবাসীরা ওই যুবককে আটকে রাখে। জানা গেছে ওই যুবকের বাড়ি ফাটাপুকুরে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার। তিনি ওই যুবককে জল পান করান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে ছিঁচকে চোর সন্দেহে আটক যুবককে তুলে দেওয়া হয়।
