ধুপগুড়ি উপনির্বাচনের আগে এক হাজার বিজেপি সমর্থকের তৃণমূলে যোগদান- দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর’২৩ : ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে বড় সাফল্য পেল তৃণমূল বলে দাবি করেন রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির ধুপগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রচারে বের হন তিনি। তাকে দেখতে প্রতিটি অলিগলিতে লোক দাঁড়িয়ে যায়। মন্ত্রী করজোড়ে ভোট ভিক্ষা চান। পাশাপাশি এদিন বৃহস্পতিবার ১৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওই এলাকার প্রায় এক হাজার বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। তিনি বলেন, মানুষের এখন চাওয়া পাওয়ার শেষ নেই।

1000 BJP supporters to join Trinamool before Dhupaguri by-election - Minister Arup Biswas's demand

রাজ্যের মুখ্যমন্ত্রী এই এলাকার মানুষের জন্য যা করেছেন তারই নিদর্শনে মানুষ উৎসাহিত হয়ে অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে দলে দলে সামিল হচ্ছেন। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ির পুরমাতা পাপিয়া পাল, ধুপগুড়ি পুরসভার উপ পুরপিতা রাজেশ সিং সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *