জলপাইগুড়ি : দেশকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করার অন্যতম কারিগর এবং ভারতীয় রাজনীতির এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উদযাপিত হলো নানা কর্মসূচির মধ্য দিয়ে।
১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী। তাঁর নেতৃত্বে ১৯৯৮ সালে পোখরানে পরমাণু পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বদরবারে নিজেকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর এই অবদান চিরকাল ভারতীয়দের অনুপ্রাণিত করে যাবে।
অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর মন্ডল দুইয়ের সাধারণ সম্পাদক অনিন্দ্য সরকার। তিনি বলেন, “আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হলো। তাঁর দেখানো পথেই আগামী দিনে দলের নেতৃত্ব এগিয়ে যাবে।”
বাজপেয়ী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন এক অসাধারণ কূটনীতিক, লেখক, এবং জনসংঘের একনিষ্ঠ কর্মী। তাঁর নেতৃত্বগুণ, দেশের প্রতি ভালোবাসা এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধতা তাঁকে এক কিংবদন্তি নেতায় পরিণত করেছে।
অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের এই উদযাপন কেবলমাত্র তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যই নয়, বরং তাঁর আদর্শ এবং নেতৃত্বের পথকে স্মরণ করে দল ও দেশের উন্নয়নে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। তাঁর দেখানো পথ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।