জলপাইগুড়ি : জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় উদ্ধার হল বিরল প্রজাতির এক বার্মিজ রক পাইথন। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পোর’-এর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।

সংগঠনের সিইও শ্যামা প্রসাদ পান্ডে জানান, স্থানীয় বাসিন্দারা খবর দেন যে একটি বিশাল সাপ জালে আটকে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পান এটি প্রায় ১১ ফুট দীর্ঘ এক বার্মিজ রক পাইথন। স্থানীয়দের সহায়তায় সতর্কভাবে জাল কেটে সাপটিকে মুক্ত করা হয়। পরে বনদপ্তরের সহযোগিতায় সেটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।