বিকাশ সরকার, হলদিবাড়ি : অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী এবং মনীষী যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৯তম জন্মদিন পালিত হল মেখলিগঞ্জ মহাকুমা হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাকুয়া পাড়া এলাকার আম্বেদকর কালচারাল যুব সংঘের ময়দানে । এদিন মনীষী যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এলাকার সর্বস্তরের মানুষ।

অল ইন্ডিয়া নমঃশুদ্র বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা কনভেনার ভীম চন্দ্র সরকার বলেন মনীষী যোগেন্দ্রনাথ মণ্ডল অবিভক্ত বাংলাদেশের মন্ত্রিসভায় একজন আইন মন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে ফজলুল হক মন্ত্রিসভার একজন শ্রম মন্ত্রী ছিলেন। তিনি পিছিয়ে পড়া জনজাতি অর্থাৎ নমঃশূদ্র, রাজবংশী ,ধোপা, নাপিত, সম্প্রদায়ের মানুষদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে অনবদ্য কাজ করে গেছেন। এবং ভারতের সংবিধান রচনাতেও তার অবদান অতুলনীয় বলে অভিমত প্রকাশ করলেন ভীম বাবু। উপস্থিত ছিলেন সাধনা সরকার, আনন্দ সরকার, বিদ্যাধর সরকার, ভোলা সরকার, নগেন রায়, খগেন রায়, সাগর সরকার সহ অন্যান্যরা।