উত্তরবঙ্গে চলছে ১২ ঘন্টার রেল রোকো, বিপাকে যাত্রীরা

সংবাদদাতা, জলপাইগুড়ি : আলাদা রাজ্য সহ বিভিন্ন দাবিতে রেল অবরোধে সামিল হল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। বেশ কিছুদিন আগে কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যৌথ ফোরামের তরফে সাংবাদিক বৈঠক করে অগ্রিম জানানো হয়েছিল ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ ব্যাপী রেল রোকো কর্মসূচির কথা।

12-hour rail stop is going on in North Bengal; passengers are in trouble

সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা রেল অবরোধে সামিল হল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এদিন ভোর থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের কর্মীরা একত্রিত হয়ে মায়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছেন। রেল লাইনে উঠে তাদের দাবি পত্রের ব্যানার লাগিয়ে স্লোগান দিতে থাকে কর্মী সমর্থকরা। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল আলাদা রাজ্যের দাবি। পঞ্চায়েত ভোটের আগে এই আন্দোলন অনেক বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

রেল অবরোধের কারণে সকাল থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ময়নাগুড়ি স্টেশনে। ফলে ভোগান্তিতে রেল যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, অগ্রিম জানানো সত্বেও কেন ট্রেন চালানো হল। মাঝ রাস্তায় এভাবে ট্রেন দাঁড়িয়ে পরায় সমস্যায় রয়েছেন রেল যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *