জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্টা দিবস পালন জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর’২৩ : আজ জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্টা দিবস। সারা দেশের সাথে জলপাইগুড়িতেও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল যথাযোগ্য মর্যাদায়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৫ সালে। ওই বছরই কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে  অনুষ্ঠিত হয়। সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি।এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে স্মরণ করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতা কর্মীরা। দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা উমেশ শর্মা। চরকা সম্বলিত পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি সুভাষ বক্সী। এরপর শহীদ বেদীতে মাল্যদান করা হয়। পাশাপাশি আজকের দিনটি নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতা চন্দন কুমার ঘোষ।

পাশাপাশি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সানুপাড়া কংগ্রেস কমিটি অভিনব উদ্যোগ নিয়েছিল। বৃহস্পতিবার সকালে সানুপাড়া এলাকার ভালোবাসার দোকান থেকে মহিলাদের তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সানুপাড়া হনুমান মন্দির থেকে হাঁটা প্রতিযোগিতাটি শুরু হয়। প্রায় শতাধিক মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই অনেক মানুষ ভিড় করেন সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *