সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ জুলাই’২৩ : রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেতরে কিংকোবরা উদ্ধার। মঙ্গলবার রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেতরে কিংকোবরা দেখতে পায় স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল রেঞ্জ ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। 
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রামশাই মোবাইল রেঞ্জের বনকর্মীরা। ছুটে আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় দীর্ঘক্ষনের চেস্টায় কিংকোবরাটিকে উদ্ধার করেন। কিংকোবরাটির দৈর্ঘ্য আনুমানিক ১৫ ফুট। তাকে এদিন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।
244