টোটোতে উঠলেই ১৫ টাকা; ভাড়া দ্রুত কার্যকর না হলে আন্দোলনের হুঁশিয়ারি টোটো ইউনিয়নের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ অক্টোবর : জলপাইগুড়ি শহরে টোটো চলাচল সংক্রান্ত বিষয় ও টোটোর ন্যূনতম যাত্রীভাড়া বিষয় নিয়ে বুধবার ডিবিসিরোড এলাকার সিআইটিইউ জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল ই-রিকশা চালক ইউনিয়নের। উল্লেখ্য জলপাইগুড়ি শহরে প্রায় ১৪ হাজার টোটো যাতায়াত করছে। শহরের ২৫টি ওয়ার্ডের পাশাপাশি শহরতলীর চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড দেওয়া হয়। কিন্তু পুর কর্তৃপক্ষের দেওয়া আই কার্ড একাধিক টোটো চালক নকল করে বলে অভিযোগ। পরে সেই কার্ড বাতিল করে প্রশাসন। এর জেরে আরও জটিলতা বাড়ছে শহরের টোটো নিয়ে। টোটো নিয়ে জটিলতা প্রতিদিন বাড়ছে জলপাইগুড়ি শহরে বলে অভিযোগ।

15 taka for boarding toto;  Toto union warns of agitation if fares are not implemented soon

ই-রিক্সা চালক ইউনিয়নের সম্পাদক শুভাশিষ সরকার বলেন, ২৮ সেপ্টেম্বর পুর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও টোটো সংগঠন বৈঠকে বসেছিল। সেখানে আলোচনা হয় ও সেই আলোচনার পাশ হয় টোটো ভাড়া দুই কিমি পর্যন্ত ১৫ টাকার পাশাপাশি বার কোর্ড যুক্ত আই কার্ড দেওয়া হবে। কোনটাই এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। পুর কর্তৃপক্ষ ও প্রশাসন টোটো নিয়ন্ত্রণে উদাসীন বলে অভিযোগ সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের। কালী পুজোর পর রাস্তায় নামবেন তারা বলে জানান শুভাশিস সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *