জলপাইগুড়িতে ১৬ প্রহর ব্যাপী নাম সংকীর্তন; ভক্তিময় পরিবেশে মুখর ইন্দিরা গান্ধী কলোনি

জলপাইগুড়ি : ভক্তি, আনন্দ ও উৎসবের আবহে শুরু হল ১৬ প্রহর ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন। জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি হরিনাম সংকীর্তন কমিটির উদ্যোগে এবছর দ্বিতীয় বর্ষে পা রাখল এই ধর্মীয় অনুষ্ঠান।

বুধবার পদযাত্রা, ঠাকুর আনয়ন ও গঙ্গা নিমন্ত্রণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। সকাল থেকেই কলসযাত্রায় অংশ নিতে ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

কমিটির সভাপতি তপন পাল জানান, “এই বারোয়ারি নাম সংকীর্তন অনুষ্ঠান ঘিরে এবছর আমাদের বাজেট ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। শুধু জলপাইগুড়ি নয়, মথুরা ও বৃন্দাবন থেকেও ভক্ত ও শিশুরা অংশ নিচ্ছে এই আয়োজনে।”

পাঁচদিন ব্যাপী এই কর্মসূচিতে প্রতিদিনই থাকছে বিশেষ বিশেষ আচার, নাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ।

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিলম চক্রবর্তী শর্মা জানান, “প্রথম দিনের কলসযাত্রা থেকেই যে উৎসাহ ও উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে এই নামযজ্ঞ অনুষ্ঠান এলাকার ভক্তদের হৃদয়ের সঙ্গে কতটা যুক্ত হয়ে আছে।”

16-hour Nama Sankirtan in Jalpaiguri; Indira Gandhi Colony filled with devotional atmosphere

জলপাইগুড়ির পাশাপাশি আশপাশের জেলা থেকেও ভক্তরা ভিড় জমাচ্ছেন এই নামযজ্ঞে। পাঁচদিন ধরে চলবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, গানের মাধ্যমে মুখর থাকবে ইন্দিরা গান্ধী কলোনির আকাশ-বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *