চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৯টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল মোবাইলের মালিকদের হাতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ আগস্ট : চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৯টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল মোবাইলের মালিকদের হাতে। বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে শহরের পুলিশ লাইনে এক কর্মসূচির মধ্য দিয়ে জেলার বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয়। বেশ কিছুদিন থেকে হাটে বাজারে ও ব্যস্ততম এলাকায় থেকে মোবাইল চুরির অভিযোগ আসছিল। প্রায় দিনই মোবাইল চুরির অভিযোগ থানায় জমা পরে। অভিযোগ পেয়ে জেলা পুলিশের বিশেষ দল চুরির মোবাইল সন্ধান পেতে তদন্ত শুরু করে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ত্রিশ’টি চুরির মোবাইলের সন্ধান পেয়ে উদ্ধার করে বলে দাবি। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন,”এ দিন ১৯ জনকে মোবাইল তুলে দেওয়া হয়। বাকিদের ডেকে মোবাইল তুলে দেওয়া হবে। এদিকে হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি ময়নাগুড়ি টেকাটুলির বাসিন্দা জ্যোস্না সরকার। তিনি বলেন, “এক মাস আগে টোটো থেকে আমার স্বামীর কাছ থেকে মোবাইল হারিয়ে যায়। আমি থানায় অভিযোগ করি। আজকে পুলিশ লাইনে মোবাইল তুলে দেওয়া হল। আমি খুবই খুশি। পুলিশকের কাজকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *