বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ আগস্ট’২৩ : বুধবার দুপুরে আচমকা বিস্ফোরনে কেঁপে উঠল কামারহাটির ধোবিয়াবাগান এলাকা। একটি গৃহস্থের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। বিস্ফোরনে এক মহিলা-সহ দুজন আহত হয়েছেন। আহতরা কামারহাটির সাগরদত্ত হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র বলছে, বিস্ফোরনে গুরুতর জখম ৪২ বছরের শেখ নিশান। আহতদের আত্মীয়দের দাবি, সিলিন্ডার ফেটেই এই ঘটনা ঘটেছে। বাড়িতে মজুত রাখা বোমা ফেটে এই ঘটনা নাকি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে। তবে ঘনবসতিপূর্ণ ধোবিয়াবাগান এলাকায় বিস্ফোরনের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।
