জলপাইগুড়ি: আজ ২৪শে জানুয়ারি ২০২৫, সারা রাজ্যে উদযাপিত হলো পেনশনার দিবস। এই উপলক্ষে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে ২২ দফা দাবি সনদ জেলা সমাহর্তার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য অতিরিক্ত জেলা শাসক (সাধারণ)-এর হাতে অর্পণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব কর, সম্পাদক তপন কুমার চক্রবর্ত্তী, সহ-সম্পাদিকা শিখা চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদকদ্বয় অমূল্য রায় ও শ্যামল জোয়ারদার, এবং সদস্যরা—যোগেশ চন্দ্র রায়, জিতেন সরকার, অমূল্য দাস।

২২ দফা দাবির মধ্যে পেনশন সংশোধন, স্বাস্থ্যসাথী কার্ডের কার্যকারিতা বৃদ্ধির দাবি, মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পেনশন বৃদ্ধি, অবসরকালীন অন্যান্য সুযোগ-সুবিধার পুনর্বিন্যাসের মতো বিষয়গুলি উল্লেখযোগ্য।
বিপ্লব কর বলেন, “পেনশনারদের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্য সরকারকে সচেষ্ট হতে হবে। পেনশন সংক্রান্ত দীর্ঘসূত্রিতা দূর করতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
সভাপতি তপন কুমার চক্রবর্ত্তী জানান, “আমাদের দাবিগুলি পেনশনারদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের উচিত এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা।”
পেনশনার দিবসে এই ২২ দফা দাবি রাজ্য সরকারের কাছে পেশ করে জলপাইগুড়ি শাখার সদস্যরা আশাবাদী যে, তাদের দাবি দ্রুত মেনে নেওয়া হবে এবং পেনশনারদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।