সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর’২৩ : অত্যন্ত ধুমধামের সাথে জলপাইগুড়ির রায়কত পাড়ার ভট্টাচার্য পরিবারে অনুষ্ঠিত হচ্ছে কাত্যায়নী দূর্গাপুজো। এবার এই পুজো ২২৭ বছরে পদার্পন করলো। হিন্দু শাস্ত্র মতে, মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ এই দেবী কাত্যায়নী। তিনি নব দূগা নামেও পরিচিত। দূর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে এটি ষষ্ঠ। কাত্যায়নীর অর্থ হলো শক্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক। কাত্যায়ন ঋষি বহু আগে খরা বন্যার হাত থেকে বাঁচার জন্য অকালে এই দুর্গাপুজো করেছিলেন।

কাত্যায়ন ঋষি এই পুজো সর্ব প্রথম শুরু করেছিলেন বলে এই পুজোকে কাত্যায়নী পুজো বলে। জলপাইগুড়িতে রায়কত পাড়াতে ভট্টাচার্য বাড়িতে ১৯৪৭ সাল থেকে এই পুজো নিয়ম নিষ্ঠার সাথে হয়ে আসছে। তার আগে এই পুজো বাংলাদেশে হতো। এখন ছয় ভাই মিলে এই পুজো অনুষ্ঠিত করে থাকে জলপাইগুড়ির রায়কত পাড়াতে। আজ সপ্তমী। আগামীকাল অষ্টমী।