সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ আগস্ট : রাজ্যে তৃণমূলের নেতাদের যখন ইডি সিবিআই গ্রেপ্তার করছে, সেইসময় জলপাইগুড়ি পুর এলাকার বেশ কিছু মানুষ যোগদান করলেন বিজেপিতে। রবিবার রাতে জলপাইগুড়ির ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দন বর্মন, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ দলীয় নেতৃত্বরা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান। এদিনের যোগদানকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ প্রজন্মের। তাদের বক্তব্য, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। এই অবস্থায় তাদের মনে হয়েছে বিজেপিই পারে এর পরিবর্তন করতে, তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন।বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দন বর্মন জানান, জলপাইগুড়ির বিভিন্ন স্থান থেকে ৩০টি পরিবার বিজেপিতে যোগ দিল। পুরসভায় দুর্নীতি, বেকার সমস্যা তাদের বিজেপিতে যোগদানের কারণ বলে জানান চন্দন বাবু। তিনি বলেন, এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান অনেক বৃদ্ধি পেত।
