জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির ‘প্রবীণ কণ্ঠ’-এর ৩০তম বর্ষ উদযাপন

জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মুখপত্র ‘প্রবীণ কণ্ঠ’-এর ৩০তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর বসেছিল শহরের বাবুপাড়াস্থ কর্মচারী ভবনে।

সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় জানান, এই বিশেষ বর্ষ উদযাপনকে ঘিরে আবৃত্তি, কবিতা, সঙ্গীত প্রতিযোগিতা, এবং খেলাধুলার মতো নানা আয়োজন করা হয়েছে। তার কথায়, “সংগঠনের মুখপত্রের ৩০তম বর্ষ উদযাপন আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে করছি।”

গতকাল মালবাজারে মহকুমা স্তরের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আজকের অনুষ্ঠানটি সদর মহকুমার অন্তর্ভুক্ত।

গৌরাঙ্গ রায় আরও জানান, এই বর্ষ উদযাপন ৩০ ডিসেম্বর জেলাগত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি পাবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ ধরনের আয়োজন প্রবীণদের মানসিক ও সাংস্কৃতিক সৃজনশীলতাকে আরও উদ্দীপিত করে বলে মনে করছেন সংগঠনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *