জলপাইগুড়ি: রাজ্যের উদ্যোগে বাংলার মানুষের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে ‘বাংলার বাড়ি’ গ্রামীণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিক, জেলা শাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক ও অন্যান্য শাসক দলের নেতারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে জলপাইগুড়ি জেলায় ৩১,৭৮০ পরিবারকে পাকা বাড়ি দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পরবর্তীতে অন্যান্য যোগ্য সুবিধাভোগীরাও এই প্রকল্পের আওতায় বাড়ি পাবেন।
জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দরিদ্র মানুষের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হলো। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে বাংলার আবাস যোজনা আটকে রাখলেও মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন।”
প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ এলাকাগুলির দরিদ্র মানুষ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পাকা বাড়ি পেয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পাবেন।