লাভপুর: মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে বুধবার ধূলোট উৎসবের মধ্য দিয়ে লাভপুরের ফিংতোড় গ্রামের জটাধারী কালাচাঁদ আশ্রমে পালিত হলো আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বর্ষপূর্তির এই বিশেষ উপলক্ষে আয়োজিত হয় হরিনাম সংকীর্তন ও জটাধারী কালাচাঁদের পুজো। অনুষ্ঠানের শেষ দিনে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। পুজো শেষে মহোৎসবের আয়োজন করা হয়, যেখানে অসংখ্য ভক্ত-অনুরাগীর সমাগম হয়।
জটাধারী কালাচাঁদ আশ্রমের এই বর্ষপূর্তির পুজো এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা আনন্দ ও ধর্মীয় পরিবেশে দিনটি উদযাপন করেন। এই পুজো শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং স্থানীয়দের জন্য একটি বড়ো মিলনমেলারও প্রতীক হয়ে উঠেছে।