সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর : পাচারের আগেই ফের কয়েক লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করলেন বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এবার সিমেন্টের বস্তার আড়ালে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

সোমবার ভোরে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকা থেকে অভিযান চালিয়ে পাচারের আগেই উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ কাঠ বলে খবর। ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়।

ধৃতরা হলো কমল সিং, কৃপাল সিং ও সঞ্জয় কুমার। সঞ্জয় কুমার মধ্যপ্রদেশ ও বাকি দুইজন রাজস্থানের বাসিন্দা। বন দপ্তর সূত্রে জানা যায়, কাঠগুলো গৌহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হচ্ছে।