সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর : নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সোমবার কোতোয়ালি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৭০০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, বাজেয়াপ্ত হওয়া শব্দ বাজির আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে বলে পুলিশ সূত্রে খবর।
