রাহুল মন্ডল, মালদা, ১৬ জুলাই’২৩ : সাইকেল ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৫ জন। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম মহারাজ ব্রীজ সংলগ্ন ফার্মের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে কলিগ্রাম পোল্ট্রি ফার্মের কাছে সাইকেল ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাদের প্রত্যেককে তৎক্ষণাৎ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

সাইকেল আরোহী জাকির আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে রেফার করা হয়েছে। সাইকেল চেপে ছিলেন আরিফ আলী, সেও চিকিৎসাধীন রয়েছে চাঁচল হাসপাতালে। এদিকে মোটরবাইক আরোহী সাহিদুল সহ পরিবারের মোট তিনজন জখম হয়েছেন। তারাও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষ সূত্রে জানা গেছে, সাইকেল আরোহীর বাড়ি কলিগ্রামের ইমামবাড়ায় ও মোটরবাইক আরোহীর বাড়ি খরবার শাহাবাজপুর এলাকার দুলালগঞ্জে।