সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ আগস্ট : বিনা পাসপোর্টে সীমান্ত পার করার চেষ্টার অভিযোগে এক নাবালক সহ ৫ জনকে আটক করলো জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। পরবর্তীতে জিজ্ঞসাবাদের পর নাবালককে জুভেনালে পাঠানো হলেও বাকিদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনের ১২ নম্বর ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠায়। তবে ধৃতদের এদিনই মুক্তি দেওয়া হয় আদালত থেকে। গতকাল রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানিকগঞ্জে। অভিযুক্তরা হলেন রিপন মোল্লা, নাজমোল্লা শেখ, লিপি শেখ এবং দিশা। এদের দাবি, তারা ব্যাঙ্গালোরের বাসিন্দা। তাদের কাছে আঁধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। তারপরেও পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। রিপন মোল্লা জানান, তারা আগে কলকাতার বারাসতে থাকতেন। পরবর্তীতে গত ২০ বছর থেকে ব্যাঙ্গালোরে স্থায়ী ভাবে বসবাস করছেন এবং মাছের ব্যবসার সাথে যুক্ত। তারা হলদিবাড়ি এলাকায় হুজুর সাহেবের মাজারে গিয়েছিলেন। ফেরার পথে সীমান্ত দেখতে যান। সেখানেই এই ঘটনা বলে দাবি।
গতকাল আদালতে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছে বলে ধৃতদের আইনজীবী অভিজিৎ সরকার জানান। তিনি বলেন, এদের ভারতীয় হওয়ার সমস্ত প্রমান পত্র রয়েছে। মাজার থেকে সীমান্ত দেখতে গিয়েছিল। পুলিশ বিনা পাসপোর্টে সীমান্ত পার করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে কোর্টে পাঠায়। আদালতে সমস্ত কাগজ পত্র দেখানোর পরে জেলা আদালত জামিন দিয়েছে তাদের বলে জানান তিনি।