সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ আগস্ট : শনিবার নন্দ উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়িতে। সেইসাথে ৫১৩ বছরের জলপাইগুড়ি রাজবাড়ির দূর্গাপূজার কাঠামো পূজাও হল কাদো খেলার মধ্যে দিয়ে। এই কাদো খেলার কাদা ব্যবহার করা হয় রাজবাড়ীর দূর্গা প্রতিমা বানানোর জন্য। তাই এদিন ঢাক ,কাসর বাজিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে কাদো খেলার আয়োজন করেছেন রাজবাড়ির সদস্যরা।

এই উৎসবকে নন্দ উৎসব বলা হয়। এই কাদা দিয়ে আজ থেকেই দূর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করবেন মৃৎশিল্পীরা। এই রীতি নিয়ম বংশপরম্পরায় চলে আসছে রাজবাড়িতে। রাজবাড়ীর বর্তমান সদস্য প্রণত কুমার বসু এই কাদো খেলার আয়োজন করেন। উপস্থিত ছিলেন নব রাজবধূ লিন্ডা বসু।

রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু বলেন, আজকে দূর্গা পূজার কাঠামো পুজো হল। এবছর ৫১৩ বছরে পড়লো রাজবাড়ীর দূর্গাপূজা। তিনি আরো বলেন, এবছর প্রথম পুত্রবধূর উপস্থিতিতে কাঠামো পুজো সম্পূর্ণ হল।

রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু বলেন, এই বছরই প্রথম রাজপরিবারের মনসা পুজো থেকে দুর্গা পূজার কাঠামো পুজোয় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে।
রাজ পুরোহিত শিবু ঘোষাল এদিন এই কাঠামো পূজা করেন। রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, এখন থেকে জোরকদমে এই কাঠামোর উপর দূর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হবে। কালিকাপূরাণ মতে তাদের এই পূজা হয়। তিনি আরও বলেন, রাজপরিবারের দূর্গা পূজায় এখনো বলি প্রথা চালু রয়েছে।