সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জুলাই ২০২২ : মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলায় প্রথম বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ফ্ল্যাট বিলি করার প্রক্রিয়া শুরু করল এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ)। অন্যদিকে জলপাইগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি ও রাজগঞ্জে মোট ১২ কোটি টাকার নতুন উন্নয়ন মূলক কাজ করার উদ্যোগ গ্রহণ করা হল। শুক্রবার জেলাশাসক মৌমিতা গোদারা, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী বৈঠকে বসলেন।
এসজেডিএ তরফে জানানো হয়েছে জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার এসজেডিএ কম্পোজিট কমপ্লেক্সে ৬২টি ফ্ল্যাট তৈরি রয়েছে। ৫৩টি ফ্লাট তুলে দেওয়া হবে পুরসভার বাসিন্দাদের যে পরিবারের দশ হাজার টাকার কম আয়। এই ফ্ল্যাটগুলো তৈরি করতে ৪ লক্ষ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। সামান্য মূল্যে বাসিন্দাদের তুলে দেওয়া হবে পুরসভার সহযোগিতায়। অন্যদিকে মালবাজারে ৩ কোটি, মালে ৬ কোটি এছাড়া জলপাইগুড়ির রাজগঞ্জে রাস্তা, ড্রেন সহ এলাধিক উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ির পুড়ে যাওয়া দিনবাজার মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে থাকলেও বিদ্যুতের ট্রান্সফরমার না থাকায় বাজারের দোকান খোলা যাচ্ছিল না। জেলাশাসকের উদ্যোগে এসজেডিএর আর্থিক সহযোগিতার ৬০ লক্ষ টাকা ব্যয়ে ট্রান্সফরমার বসানো হবে।
এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন,” মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার বাড়ির ফ্ল্যাট দেওয়া হচ্ছে জলপাইগুড়িতে প্রথম। গরিব পরিবারদের পুরসভার উদ্যোগে এই ফ্ল্যাট তুলে দেওয়া হবে। অন্যদিকে নতুন করে ১২ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে। সঙ্গে দিনবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার বসানো হবে।”
জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশে পুর এলাকায় যাদের থাকার জায়গা নেই । তাদের সামান্য মূল্যে ফ্ল্যাট তুলে দেওয়া হবে।