সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জুলাই’২৩ : সিগন্যালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে গেল লরি। জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী ৩১ নং জাতীয় সড়কে। একটি লরি দুটি মোটর বাইক, একটি ছোট গাড়ি ও একটি চা পাতা বোঝাই গাড়িকে ধাক্কা মারে পন্য বোঝাই লরিটি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি আসাম মোড়ে। এদিন মোট পাঁচ টি গাড়ির দুর্ঘটনায় ৬জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রেজানা গেছে। আহতদের স্থানীয়রাই উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ও সদর ট্রাফিক পুলিশের আধিকারিকরা। কি কারনে লরিটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এমন ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে আসামমোড়ে ট্রাফিক সিগন্যালে দুটো মোটর বাইকে চার জন্য দাড়িয়ে ছিলেন তাদের পেছনে একটি ওয়াগানার গাড়ি ও তার পেছনে চা পাতা বোঝাই পিক আপ ভ্যান দাঁড়িয়ে ছিল। গোশালা মোড় থেকে শিলিগুড়ির দিকে আসা লরিটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ি গুলোকে ধাক্কা মারতে মারতে এগিয়ে গিয়ে ফোর লেনের ডিভাইডারে গিয়ে আটকে যায়। ট্রাকের ড্রাইভারকেও আশঙ্কা জনক অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে।
