জলপাইগুড়ি: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা এবং এক কিশোর রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে তিনজন আগে থেকেই ভারতে পালিয়ে এসেছিল। বাকি চারজন হলদিবাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে তারা বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

ধৃত সাতজনকেই আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। প্রশাসন জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সীমান্ত সুরক্ষায় নজরদারি আরও কড়া করা হবে।
এই ঘটনা আবারও সীমান্ত এলাকায় নিরাপত্তার গুরুত্বকে সামনে এনেছে এবং প্রশাসন অনুপ্রবেশের বিরুদ্ধে আরও তৎপর হওয়ার আশ্বাস দিয়েছে।