জলপাইগুড়ি : জমি জববদখল কান্ডে গ্রেফতার ডাবগ্রাম- ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি সহ আরো দুইজন। ধৃতরা হলেন দেবাশিস প্রামানিক, মহম্মদ কালাম ও বিমল রায়। আজ তিনজনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃত দেবাশিষ প্রামানিক, মহম্মদ কালাম ও বিমল রায়কে ৭ দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী মৃন্ময় ব্যানার্জি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সরকারি জমি জবরদখল কাণ্ডে গ্রেফতার হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক।ফুলবাড়ি এলাকায় দাপুটে নেতা নামেই দেবাশিষ প্রামাণিক পরিচিত, সেইসাথে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশীষ।

দেবাশিস প্রামাণিককে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। দেবাশিস বর্তমানে ডাবগ্রাম- ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি পদে রয়েছেন। দেবাশিসের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ, এই বিষয়ে প্রসাসনের কাছে অনেকদিন থেকেই অভিযোগ ছিল বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় দেবাশিসকে। একই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন মহম্মদ কালাম ও বিমল রায়। তাঁদের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে।
জলপাইগুড়ি আদালতে হাসিমুখে দেখা গেল তৃণমূল নেতা দেবাশিষ প্রামাণিককে। যদিও গ্রেফতারের পর তিনি কিছু বলতে চাননি। অন্যদিকে বিমল রায় নামে ধৃত এক ব্যক্তি জানান, কী কারণে গ্রেফতার কিছুই জানিনা।