৭৭তম স্বাধীনতা দিবস পালন জলপাইগুড়ি পুরসভা ও জেলা শাসক দপ্তরে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ আগস্ট’২৩ : সারা দেশের সাথে জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে ৭৭তম স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে জলপাইগুড়িবাসীর উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল। সকাল ন’টায় জাতীয় পতাকা তুললেন জেলাশাসক মৌমিতা গোদারা।

এরপর জেলা পুলিশের মহিলা ও পুরুষ পুলিশ বাহিনী’র তরফে জাতীয় পতাকাকে গান স্যালুট দেওয়া হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সিভিল ডিফেন্স সদস্যরা প্যারেডে অংশ গ্রহণ করে। প্যারেডের পর রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মধ্য দিয়ে। অন্যদিকে জেলা প্রশাসনের একাধিক সরকারি দফতরের তরফে ট্যাবলো অংশগ্রহণ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। এরপর দেশাত্মবোধ নাচ ও গানে মাতলেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। দশক আসনে বসে দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলাশাসক জেলাবাসীর উদ্যেশ্যে বক্তব্যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে তুলে ধরেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে।

জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবস পালন করা হলো। এদিন জলপাইগুড়ি পুরসভায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়, পতাকা উত্তোলন করেন পুরমাতা পাপিয়া পাল সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। এরপর দেশভক্তি বিষয়ে একটি আলোচনা হয় এ দিন। স্বাধীনতা দিবস কি ও কেন এই দিনটি উদযাপন করা হয় সেই নিয়ে আলোচনা করেন পুরসভার পুর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *