জলপাইগুড়ি : উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বারুণী মেলায় স্নান করতে এসে করলা নদীতে ডুবে মৃত্যু হলো ৮ বছরের শিশু বিবেক রায়ের। শিশুটির বাড়ি মোহিতনগরের বুজ পাড়ায়।

প্রত্যেক বছর গৌরীহাটে করলা নদীর তীরে ধুমধাম করে পালিত হয় বারুণী মেলা। এবছরও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী উৎসব, চলবে ৩রা এপ্রিল পর্যন্ত। কিন্তু নিরাপত্তাহীন পরিবেশেই নদীতে স্নান চলছিল, অভিযোগ স্থানীয়দের।

না ছিল কোনও লাইফগার্ড, না ছিল সিভিল ডিফেন্সের কোনো সদস্য! নদীর একপাশে সেতু নির্মাণের কাজ চলায় গভীরতা আরও বেড়েছে। সেই গভীর জলেই তলিয়ে যায় ছোট্ট বিবেক।

কীভাবে ঘটল দুর্ঘটনা? শুক্রবার সকালে মা-বাবার সঙ্গে বারুণী স্নানে এসেছিল বিবেক। কিছুক্ষণ পর বাবা সেলুনে যান, আর সেই ফাঁকেই শিশুটি গভীর জলে তলিয়ে যায়। আশপাশের মানুষ নদীতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি।

ঘটনার পর নড়েচড়ে বসেছে মেলা কমিটি। তবে এত বড় এক ধর্মীয় মেলায় কেন কোনও নিরাপত্তার ব্যবস্থা ছিল না? কেন ছিল না উদ্ধারকর্মীরা?—এই প্রশ্নে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিরাপত্তার অভাবের কারণেই কি এই মর্মান্তিক মৃত্যু? নাকি দায় এড়িয়ে যাবে মেলা কর্তৃপক্ষ? উত্তর খুঁজছে জলপাইগুড়ির মানুষ।