জলপাইগুড়িতে নবম ‘দুয়ারে সরকার’ শিবির শুরু, ৩৭টি প্রকল্পের সুবিধা

জলপাইগুড়ি: রাজ্য সরকারের নির্দেশে আজ শুক্রবার থেকে শুরু হল নবম ‘দুয়ারে সরকার’ শিবির। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে আয়োজিত এই শিবির চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরকারি প্রকল্পের একজায়গায় সুবিধা : শিবির থেকে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা। এর মধ্যে উল্লেখযোগ্য:
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী/শিক্ষাশ্রী/ঐকশ্রী, খাদ্যসাথী, বিধবাভাতা/বৃদ্ধভাতা, তপশিলি বন্ধু/জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, রূপশ্রী প্রভৃতি। এছাড়াও সামাজিক সুরক্ষা ও পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণের ব্যবস্থা রয়েছে।

শহরের ২৫টি ওয়ার্ডের নাগরিকদের জন্য সুযোগ : পুরমাতা পাপিয়া পাল জানিয়েছেন, শহরের ২৫টি ওয়ার্ডের নাগরিকরা এই শিবির থেকে সরাসরি ৩৭টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তিনি বলেন, “এই শিবিরে এক জায়গায় থেকে সব সুবিধা পাওয়া যাবে।”

উদ্দেশ্য ও বিশেষত্ব : ‘দুয়ারে সরকার’ শিবিরে এক জায়গায় বহু প্রকল্পের সুবিধা দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের সময় বাঁচানো এবং সরকারি পরিষেবা সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

9th 'Government at the Door' camp begins in Jalpaiguri

জলপাইগুড়ির নাগরিকরা এই শিবিরে অংশ নিয়ে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তাৎক্ষণিক পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *