সংবাদদাতা, জলপাইগুড়ি : নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে তিস্তা বুড়ির পুজো অনুষ্ঠিত হল শনিবার জলপাইগুড়িতে। সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় শনিবার জলপাইগুড়ির গন্ডার মোড় এলাকার করলা নদীর ঘাটে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা সাড়ম্বরের সঙ্গে তিস্তা বুড়ি পুজার আয়োজনে ব্রতী হয়েছিলেন। এই পুজাকে কেন্দ্র করে করলা নদীর ঘাটে বিস্তীর্ণ এলাকার মানুষজনেরা ভিড় করেন । কলার গাছ দিয়ে সুসজ্জিত ছোট ভেলা তৈরী করে তিস্তা বুড়ির পুজো করা হয়। ভক্তরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোয় অংশগ্রহণ করেন এবং পুজা শেষে করলা নদীতে কলার গাছের তৈরী ভেলা ভাসিয়ে দেওয়া হয়। পাশাপাশি এই পুজো ঘিরে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন। পুজা শেষে সকলের মধ্যে প্রসাদ বিলি করা হয়।

পুজো করতে আসা এক ব্রতী অনামিকা রায় বলেন, প্রতিবছরের বৈশাখ মাসে শনিবার ও মঙ্গলবার এই তিস্তা বুড়ির পুজা করা হয়। আমার শ্বশুর বাড়িতে দীর্ঘ বছর ধরে এই পুজো বংশ পরম্পরায় হয়ে এসেছে। এবছরও মানত ছিল। এলাকায় যাতে কোন রকম দুর্যোগ না ঘটে তাই তিস্তা বুড়ির পুজো দেওয়া হল ।

অন্যদিকে পুজো করতে আসা আরেক ব্রতী সুমি রায় বলেন, সারাদিন নির্জলা উপোস থেকে নিয়ম নিষ্ঠার সঙ্গে এলাকার মহিলারা একজোট হয়ে তিস্তা বুড়ির পুজোর আয়োজন করেছি। সকলের ও পরিবারের সকলেই যাতে সুস্থ থাকে তার জন্য মঙ্গল কামনা করে পূজা দেওয়া হয় বলে তিনি জানান।