বিশ্বজিৎ নাথ, কলকাতা : দ্য কেরালা স্টোরি বঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুদিনের বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বললেন, এই ছবি দেশের প্রত্যেক নাগরিকের দেখা উচিত। সত্য ঘটনা নিয়েই তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। তার কটাক্ষ, মমতাদি ভয় পাচ্ছেন। যদি বাংলার জনতা আসল ঘটনা জেনে যায়। দুদিনের বঙ্গ সফরের প্রথমদিনে বৃহস্পতিবার বিকেলে জগদ্দল বিধানসভা কেন্দ্রের পানপুরে স্বান্তনু সরকারের বাড়িতে যান।

তিনি কার্গিল যোদ্ধা এবং একজন বিজেপির সক্রিয় কর্মী। ভোট পরবর্তী হিংসায় তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্বান্তনু সরকারের বাড়ি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমরা যেন ভারতের মধ্যে নেই। দেশের হয়ে লড়াই করা সৈনিকের বাড়িতে এভাবে তান্ডব চালানো ঠিক হয়নি। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, বঙ্গে লুটপাট চলছে। মিড ডে মিলের টাকাও লুঠ করা হচ্ছে। বাংলা জুড়ে অত্যাচার চলছে। একদিন এই অত্যাচার নিয়েও সিনেমা তৈরি হবে। জগদ্দলের পানপুর থেকে নৈহাটিতে যান কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রী। সেখানে বঙ্কিম গবেষণা কেন্দ্র ও বড়মা-র মন্দির তিনি দর্শন করেন। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি ও মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ।