সংবাদদাতা, জলপাইগুড়ি : পঞ্চায়েত ভোট আসন্ন আর তার আগে দলবদলের হিড়িক শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার মাল ব্লক কংগ্রেসের সভাপতি যোগেন সরকারের নেতৃত্বে বুধবার মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপ প্রধান মনোরঞ্জন বর্মন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য আমিরুল হক, সামসুল হক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী সহ ৫০ টি পরিবারের প্রায় ৩০০ জন ভোটার তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যোগেন সরকার ও জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেশিমলা অঞ্চলের কংগ্রেসের সভাপতি সুনীল চন্দ্র রায়, মাল বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি অশিদুল হক, কংগ্রেস নেতা সরিফুল ইসলাম, হাফিজুল হক, সাহিনুর আলম, রৌসন আলি, আব্দুল কাদের, মানু মোহাম্মদ, রাজু ইসলাম, আমিরুল মোহাম্মদ, বিষ্ণু রাই এবং ছাএ নেতা অর্জুন সরকার সহ অন্যান্যরা। দলবদলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।