বিশ্বজিৎ নাথ, কলকাতা : পুলিশের বিরুদ্ধে অভিযোগ এক বাইক আরোহী যুবককে মারধোর করার। আর সেই অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তপ্ত হয়ে উঠল ভাটপাড়া থানার গোলঘর পানি ট্যাঙ্কি এলাকা। গোলঘর সুন্দিয়া গভমেন্ট কোয়ার্টার এলাকার বাসিন্দা আক্রান্ত যুবক সূর্যদ্বীপ ব্যানার্জি (২০) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তের মাসি রেখা চক্রবর্তী জানান, বাড়ির ‘ডগি’র অবস্থা খুব খারাপ। ওকে ইনজেকশন দেবার জন্য বোনের ছেলে সূর্যদ্বীপকে কাঁকিনাড়া বাজারে পাঠিয়েছিলাম। ইনজেকশন নিয়ে বাড়ির কাছে পানিট্যাঙ্কি মোড়ে দাঁড়িয়ে তাকে ফোন করে। ফোনে সূর্যদ্বীপ জানায় তাকে জানায় ১০ হাজার টাকা মূল্যের ইনজেকশন নিয়েছি পাঁচশো টাকা ছাড়ে। রেখা দেবীর অভিযোগ, বাইকের সমস্ত পেপারপত্র থাকা সত্ত্বেও এক পুলিশ কর্মী সূর্যদ্বীপকে হেনস্থা করেছে। পাশাপাশি ওকে পুলিশ পিটিয়েছে। এদিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল হাজির হলে ওই যুবকের পরিবারের লোকজন ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। যদিও ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল বলেন, ওখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।