সকালে ফাস্ট ফুড তৈরির কারখানায় আগুন ; সন্ধ্যায় বিশেষ অভিযান পুলিশ ও দমকলের

সংবাদদাতা, জলপাইগুড়ি : জনবহুল এলাকার মধ্যে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন ধরার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালালো জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ ও দমকল বাহিনী।

বিশেষ অভিযানে ধরা পড়লো অগ্নিনির্বাপক যন্ত্র ছাড়াই জলপাইগুড়ি শহরে একাধিক ফাস্ট ফুডের দোকান গজিয়ে উঠেছে। আগামী একদিনের মধ্যে সব কয়টি খাবারের দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র না রাখলে বড় ধরনের ফাইন নেওয়ার কথা জানালো দমকল।

এইদিন রাতে শহরের প্রায় পঞ্চাশটির বেশি ফাস্ট ফুডের দোকানে এই অভিযান চালানো হয়েছিল। দমকল ও পুলিশ যৌথভাবে ফাস্ট ফুডের দোকানদারদের সতর্ক করেন যে, আগামীকাল থেকে অগ্নিনির্বাপক যন্ত্র না রাখলে বড় ধরনের ফাইন করবে তারা। এই দিন সন্ধ্যায় শহরের কদমতলা, ডিবিসি রোড, সমাজ পাড়া, দিনবাজার, বেগুনটারি, উকিলপাড়া ইত্যাদি জায়গায় এই অভিযান চালানো হয়েছিল।

উল্লেখ্য, ডিবিসি রোড এলাকায় একটি মোমো চাউমিন তৈরীর কারখানা যেটি একটি জনবহুল এলাকায় ছিল। সাথে থাকতো বড় আকৃতির গ্যাস সিলিন্ডার। বৃহস্পতিবার সকালে সেখানেই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরফলে বাড়িটি দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়।বিপদ হতে পারতো আশেপাশের বাড়িতেও।

এরপর মিডিয়ায় সেই খবর প্রচারিত হবার পরই নড়েচড়ে বসে পুলিশ ও দমকল বাহিনী। আর সেই রাতেই খাবারের দোকানদারদের সচেতন করার পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র লাগানোর জন্য অভিমান চালানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *